হাশেম আলী আর নেই

হাশেম আলী আর নেই

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ী ও রাজনীতিবিদ হাশেম আলী ইন্তেকাল করেছেন। সোমবার (৪ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।  

হাশেম আলী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের শ্বশুর।

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সম্পর্কে তার বেয়াই ছিলেন।

হাশেম আলী ঢাকা জেলার দোহার উপজেলার সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়িক ক্ষেত্রেও কুড়িয়েছিলেন প্রশংসা।

আরও পড়ুন:


ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা

চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

যুবলীগ নেতার সঙ্গে ভিডিও ফাঁস! মামলা তুলে নিতে নারীকে হুমকি


তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি।

হাশেম আলীর মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

সালমান এফ রহমান মরহুমের স্মৃতিচারণ করে বলেন, হাসেম আলী আমার খুব ঘনিষ্ঠ ছিলেন। তিনি একজন সৎ, দক্ষ, অভিজ্ঞ ও আদর্শবান রাজনীতিবিদ। তিনি আজীবন জনকল্যাণে নিবেদিত ছিলেন। তিনি আওয়ামী লীগের একজন দুঃসময়ের সাথী ও পরীক্ষিত নেতা। তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন ত্যাগী নেতাকে হারাল।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।  

news24bd.tv/আলী

এই রকম আরও টপিক