অসুস্থ খালেদা জিয়ার জন্য দুদিনের দোয়া কর্মসূচি

অসুস্থ খালেদা জিয়ার জন্য দুদিনের দোয়া কর্মসূচি

অনলাইন ডেস্ক

কোভিড-১৯ পরবর্তী জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সুস্থতা কামনায় দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

দলটির পক্ষ থেকে জানা গেছে, কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার দেশব্যাপী জেলা ও মহানগরে দোয়া মাহফিল ও শনিবার সকল উপজেলা/থানা ও পৌর ইউনিটে দোয়া মাহফিল।

স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম জানান, দোয়া মাহফিল কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন:


আওয়ামী লীগ বলেছে, তারা সেদিকে যাবে না: ফখরুল

ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা

কুমিল্লার ঘটনায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

উস্কানি দাতাদের গ্রেপ্তারের আভাস স্বরাষ্ট্রমন্ত্রীর

এর আগে আজ এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোভিড-১৯ পরবর্তী জটিলতায় ভুগছেন। চিকিৎসকেরা সাধ্যমতো চেষ্টা করছেন। তবে খালেদা জিয়ার চিকিৎসা বিশ্বের উন্নত হাসপাতালে হওয়া দরকার। তার চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়।

news24bd.tv/তৌহিদ

সম্পর্কিত খবর