ডেঙ্গু আক্রান্ত ভারতের সাবেক প্রধানমন্ত্রী

ডেঙ্গু আক্রান্ত ভারতের সাবেক প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। তবে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলে স্থানীয় সময় শনিবার (১৬ অক্টোবর) গণমাধ্যমকে জানিয়েছে ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) কর্তৃপক্ষ। খবর দ্য টাইমস অফ ইন্ডিয়ার।

জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে গত বুধবার নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন ৮৯ বছর বয়সী এই প্রবীণ নেতা।

তাকে হাসপাতালের একটি বেসরকারি কার্ডিও-নিউরো ওয়ার্ডে রাখা হয়েছে।  

তার চিকিৎসার দায়িত্বে রয়েছে ড. নিতিশ নায়েকের নেতৃত্বাধীন একটি টিম।

আরও পড়ুন:

যে কারণে ইভ্যালির ওয়েবসাইট-অ্যাপ বন্ধ

ঘোড়ার খামারে বিয়ে করছেন বিল গেটসের মেয়ে

চীনে পবিত্র কোরআনের অ্যাপ সরিয়ে নিল অ্যাপল

স্কাউটদলের অভিযানে দুর্ঘটনা, ১১ জন নিহত


হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর প্লাটিলেট বাড়তে শুরু করেছে। তিনি এখন আশঙ্কামুক্ত।

বৃহস্পতিবার মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন ভারতীয় স্বাস্থ্য মন্ত্রী মানসুখ মান্দাভিয়া। তবে সঙ্গে ফটোগ্রাফার নিয়ে যাওয়ায় সমালোচনার শিকার হয়েছেন তিনি।

news24bd.tv/ নকিব