ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৭২ জন হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৭২ জন হাসপাতালে

অনলাইন ডেস্ক

ডেঙ্গুতে সারা দেশে গেলো ২৪ ঘণ্টায় ১৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন ১৩০ জন।  

আজ স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তর জানায়, রোববার (১৭ অক্টোবর) সকাল থেকে সোমবার (১৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৩০ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪২ জন।

আরও পড়ুন:


ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা করব: বিচারপতি মানিক

করোনা: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রকে অপহরণ করে বিয়ে করলো তরুণী!

ডিএমপি কমিশনার ও র‍্যাব ডিজি’র পদোন্নতি


সংস্থাটি আরও জানায়, ঢাকার বাইরেও ডেঙ্গু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৪২ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৮১৫ জন।

news24bd.tv নাজিম