মেসেন্জারে ভিডিও কলে আনা হলো নতুন 'গ্রুপ এফেক্ট'

মেসেন্জারে ভিডিও কলে আনা হলো নতুন 'গ্রুপ এফেক্ট'

অনলাইন ডেস্ক

ফেসবুক মেসেঞ্জার ভিডিও কল এবং মেসেঞ্জার রুমে একটি নতুন গ্রুপ এফেক্ট ফিচার নিয়ে এসেছে। ডেইলি হান্টের সূত্রে জানা যায়, নতুন এই ফিচারের মাধ্যমে গ্রুপে থাকা সকলেই ভিডিও কলে 'এআর' ফিল্টার এবং এফেক্টস প্রয়োগ করতে পারেন।

ফেসবুক জানিয়েছে নতুন এই গ্রুপ এফেক্ট ফিচার দ্রুত ইন্সটাগ্রামেও যোগ করা  হবে। গ্রুপ এফেক্ট ভিডিও কলে থাকা সবার জন্য প্রযোজ্য।

শুরুতে ৭০টিরও বেশি গ্রুপ এফেক্ট নিয়ে নতুন এই ফিচার সামনে এনেছে মেসেঞ্জার।


আরও পড়ুন:

চাঞ্চল্যকর সেই দম্পতি হত্যার রহস্য উদঘাটন করলো পিবিআই

দুই সন্তানের বাবার নামে প্রেমিকার মামলা

সুইমিং পুলে শুয়ে কী বললেন শ্রাবন্তী?

চলছে বাংলাদেশ-ভারত সম্পর্কের সোনালি অধ্যায় : হর্ষ বর্ধন শ্রিংলা


নতুন এই গ্রুপ এফেক্ট ফিচারটি বিশ্বজুড়ে সকল ব্যবহারকারীদের জন্য চালু হতে চলেছে। সব ব্যবহারকারীদের এই ফিচার পেতে কিছুটা সময় লাগতে পারে।

আপনার জন্য এটি চালু হয়েছে কিনা জানতে আপনি প্রথমে ফোনের ফেসবুক অ্যাপ ওপেন করুন।

তারপর মেসেঞ্জারে গিয়ে একটি ভিডিও কল স্টার্ট করুন। এরপর স্মাইলি ফেস অপশনে গিয়ে ট্যাপ করে এফেক্টস ট্রে ওপেন করুন। একটি গ্রুপ এফেক্টস চেক করুন এবং ভিডিও কলের সকল অংশগ্রহণকারীদের আবেদন করার জন্য সব অপশনগুলো দেখতে এটি সিলেক্ট করুন।

news24bd.tv/এমি-জান্নাত