সরগরম হয়ে উঠেছে বরিশালের ইলিশ মোকাম

Other

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগর-নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। জেলেদের জালে ধরা পড়ছে কাঙ্খিত রুপালি ইলিশ।  

এ কারণেই সরগরম হয়ে উঠেছে বরিশালের পাইকারী ইলিশ মোকাম পোর্ট বাজার। তবে বের্শীর ভাগ ​মাছের পেটে ডিম থাকায় নিষেধাজ্ঞার সময়টা সঠিক হয়নি এমন দাবি ব্যবসায়ীদের।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল থেকেই বরিশাল মোকামে ভিড়তে শুরু করেছে ইলিশের ট্রলার। বড় সাইজের ইলিশের সাথে ছোট সাইজের ইলিশ এসেছে প্রচুর। ক্রেতাদের অভিযোগ, বাজারে ইলিশের দর বেশী।

মা ইলিশের অবস্থান ও সময় বুঝে নিষেধাজ্ঞা দেয়া হলে ইলিশের উৎপাদন আরো বাড়বে।

একই সাথে কঠোরভাবে জাটকা সংরক্ষণের দাবি জানান ব্যবসায়ীরা।


আরও পড়ুন: 

করোনা: দেশে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু

ঘুষ এনে দিতে অস্বীকৃতি, জুনিয়র অফিসারের মাথা ফাটালেন সিনিয়র

নুরের নতুন দলকে জঙ্গি-সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি, শাহবাগ অবরোধ


তবে ইলিশ প্রজনন মৌসুমের ২২ দিনের নিষেধাজ্ঞা সফল হয়েছে দাবি মৎস্য কর্মকর্তাদের। আগামীতে এ রকম ইলিশ ধরা পড়লে রপ্তানি করার জন্য সরকারের কাছে এলসি খুলে দেবার দাবি জানান ব্যবসায়ী নেতারা।

জেলা মৎস্য অফিসের সূত্রে জানা যায়, এ বছর ৪ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের টার্গেট রয়েছে।

news24bd.tv নাজিম