বিয়ের অনুষ্ঠানে বর ও কনেপক্ষের সংঘর্ষে আহত ৫

বিয়ের অনুষ্ঠানে বর ও কনেপক্ষের সংঘর্ষে আহত ৫

অনলাইন ডেস্ক

বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৫ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে  সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।   

জানা গেছে, বর মো. শাহজাহান সাতকানিয়া উপজেলার ছাদাহা ইউনিয়নের বাসিন্দা।

কনের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর হলেও বেশকিছু দিন ধরে চন্দনাইশ উপজেলায় স্থানীয়ভাবে বসবাস করেন।   

বিয়েতে বরপক্ষকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী খাবার সরবরাহ করতে পারেনি কনেপক্ষ। বিষয়টি নিয়ে কনেপক্ষ আর বরপক্ষের বাকবিতণ্ডার একপর্যায়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

ছাদাহা ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশাদ হোসেন চৌধুরী বলেন, কথা কাটাকাটির জের ধরে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে উভয়পক্ষের ৫-৬ জন আহত হয়েছেন। আমরা কথা বলে ঘটনা সমাধান করে দিয়েছি।  

আরও পড়ুন:

পায়ের নিচে মাটি থাকলে বিএনপি রাজপথে নামতো: কাদের

টানা ৩ ম্যাচ হেরেও যেভাবে সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ!

পাটুরিয়ায় ফেরি উদ্ধারে হামজার সঙ্গে যোগ হল রুস্তম

তামিমের সামনেই বলছি এমন অনুষ্ঠান ওর জন্য ঝুঁকিপূর্ণ: মাশরাফি


সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন  বলেন, বিয়েতে মাংস কম দেওয়া নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। তারাই সামাজিকভাবে ঘটনাটি মীমাংসার দিকে নিয়ে যাচ্ছেন।

news24bd.tv/আলী