ইচ্ছে থাকলে কম টাকায়ও কাজ করা যায়: মাশরাফী

ইচ্ছে থাকলে কম টাকায়ও কাজ করা যায়: মাশরাফী

অনলাইন ডেস্ক

সম্প্রতি টি-২০ বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন মাশরাফী বিন মোর্ত্তজা। যদিও জাতীয় দলের দায়িত্ব অনেক আগেই ছেড়েছেন ম্যাশ। তবে এখনো বাইশ গজের বাইরে থেকেও বেশ সরব তিনি। ক্রিকেটারদের ব্যর্থতা নিয়ে গত কয়েকদিনে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি পোস্ট দিয়েছিলেন তিনি।

গতকাল মঙ্গলবার সাবেক সফল এই অধিনায়ক পরপর দুটি টুইট করেন।

প্রথমটিতে তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডের অনেক কিছু করার আছে। কাজ করতে ৯শ কোটি টাকার প্রয়োজন নাই, ১০ কোটি টাকা দিয়েও অনেক কিছু করা সম্ভব যদি আপনার সদিচ্ছা থাকে। ’

দ্বিতীয় টুইটে মাশরাফী বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) হ্যাশট্যাগ দিয়ে লেখেন, 'আমি ফুল অথরিটি নিয়ে কাজ করতে চাই।

এমন কাজ আমি করবো না, যেখানে আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করা হবে। যেমন আপনারা বলেন, এখন নির্বাচক প্যানেল স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তাহলে সেই কাজ করার চেয়ে তো, না করাই ভালো। ' 

আরও পড়ুন:

চুরির অপবাদে শিকলে বেঁধে কিশোরকে নির্যাতন, চাচা গ্রেফতার


গত ৪ নভেম্বর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মাশরাফী বলেন, 'কিছু ব্যাপার মেলানো প্রয়োজন। সেটা হলো, খারাপ হওয়ার প্রথম দায় অবশ্যই ক্রিকেটারদের। এরপর আর কি কারও দায় নেই? শুধু ক্রিকেটারদের ঘাড়ে চাপিয়ে যদি শেষ করেন, তাহলে মনে রাখবেন, আরও খারাপ সময় অপেক্ষা করছে। প্রমাণ তো আগেও অহরহ দেখা গেছে!'

প্রসঙ্গত, বিশ্বকাপে বাংলাদেশ দলের এমন ভরাডুবির পর অনেকেই মনে করছেন, আসর চলাকালীন বোর্ড-খেলোয়াড়দের দ্বন্দ্ব মাঠের খেলায় প্রভাব পড়েছে।

news24bd.tv রিমু  

এই রকম আরও টপিক