ক্রিকেটারদের বিশেষ শিক্ষার প্রয়োজন: সাকিব

ক্রিকেটারদের বিশেষ শিক্ষার প্রয়োজন: সাকিব

অনলাইন ডেস্ক

সম্প্রতি বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটারদের কিছু মন্তব্য ঝড় তুলেছিল ক্রিকেটাঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিসিবি সভাপতির সঙ্গে কথার লড়াই থেকে শুরু করে সমর্থকদের নিয়ে ক্রিকেটারদের মন্তব্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্সের পর তা হয়ে দাঁড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার বিষয়বস্তু।

কিন্তু গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেটারদের এমন মন্তব্যের কারণ কী! আর কীভাবেই বা এসব এড়াতে পারতেন ক্রিকেটাররা? একটি ই-কমার্স প্রতিষ্ঠানের লাইভে এসে এমনটাই জানালেন সাকিব আল হাসান।

সাকিব বলেন, বাংলাদেশে অনেক কিছু করা সম্ভব। একটা প্লেয়ার যখন বড় হয়, তখন পড়াশোনার মাধ্যমে এসব কিছু আস্তে আস্তে শেখা সম্ভব। যারা ক্রিকেটার হচ্ছে তার প্রতেকেই কোনো কোনো প্রতিষ্ঠানে পড়ছে। সেখান থেকে শিখে আসতে পারলে ভালো হয়।

দিন শেষে প্রতিটা ক্রিকেটারের উপর নির্ভর করে তারা কীভাবে নিজেদের প্রেজেন্ট করবে।

‌তবে প্রাতিষ্ঠানিক পড়ালেখাই কি একজন ক্রিকেটারকে সংবেদনশীল করে গড়ে তোলার জন্য যথেষ্ট? 

সাকিব জানালেন, সময় সাথে বয়স বাড়ে, মানুষ পাল্টায়। মানুষের আচার আচরণও পাল্টায়। তেমনি সাকিবও এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত।

আরও পড়ুন:

৩ হাজার কিলোমিটার দূরে বিরল পেঙ্গুইন উদ্ধার


news24bd.tv/ নকিব