অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা, ফিরলেন উসমান খাওয়াজা

অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা, ফিরলেন উসমান খাওয়াজা

অনলাইন ডেস্ক

অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বুধবার (১৭ নভেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহ্যবাহী অ্যাশেজের জন্য এ দল ঘোষণা করা হয়।  

যেখানে দলে ডাক পেয়েছেন প্রায় দুই বছর ধরে জাতীয় দলের হয়ে টেস্ট না খেলা উসমান খাওয়াজা।

দুই বছর পর অস্ট্রেলিয়া টেস্ট দলে ফিরেছেন পেসার জেই রিচার্ডসনও।

দুই টেস্টের সর্বশেষটি তিনি খেলেছিলেন ২০১৯ সালের অ্যাশেজে। অধিনায়ক টিম পেইনের ব্যাকআপ বিকল্প কিপার হিসেবে আছেন ট্রেভিস হেড।

আছেন নিয়মিত তারকাদের সবাই। সহ-অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে পেস আক্রমণে মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডই অজিসের বড় ভরসা।

অফ স্পিনার ন্যাথান লায়নের সঙ্গে স্পিন জুটিতে নেওয়া হয়েছে লেগ স্পিনার মিচেল সোয়েপসনকে।


আরও পড়ুন:

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে গ্যালারিতে ফিরছে দর্শক, জানা গেলো টিকিটের মূল্য

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

পাকিস্তানের পতাকা লাগিয়ে কীসের প্র্যাকটিস: তথ্য প্রতিমন্ত্রী


৮ ডিসেম্বর ব্রিসবেন টেস্ট দিয়ে শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ লড়াই। পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট ১৪ জানুয়ারি।

অস্ট্রেলিয়ার অ্যাশেজের স্কোয়াড: টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, মার্কাস হ্যারিস, ট্রেভিস হেড, উসমান খাওয়াজা, মারনাশ লাবুশানে, ন্যাথান লায়ন, মিচেল নিসার, জেই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার।

news24bd.tv নাজিম