স্যার রোগীতো আমি না, আমার ওয়াইফ

স্যার রোগীতো আমি না, আমার ওয়াইফ

Other

পুরাতন ঢাকার এক রোগী appointment, সিরিয়াল সব সিষ্টেম ফলো করেই চেম্বারে ঢুকে আমার মুখোমুখি বসলো। বলে বুকের এক্সরেতে সমস্যা তাই খবির স্যার আপনার কাছে রেফার করেছে। আমি বলি সমস্যা কি? সে বলে এমনিতে কোন সমস্যা নাই, এক্সরেতে নাকি স্পট। আমি বলি দেখি এক্সরেটা।

বলে, এটাতো আনি নাই, রিপোর্ট নিয়া আসছি। বলি, নিজ চোখে এক্সরে না দেখে শুধু রিপোর্ট দেখে পরবর্তী step এ যাওয়া ঠিক হবেনা। এক্সরে লাগবে। সে বলে এটাতো আজ আনা সম্ভব হবেনা।
বাসা দুরে। রাস্তায় জ্যাম।

আরও পড়ুন:


সেই স্কুলছাত্রীকে দিহানের ‘পাশবিক নির্যাতনে’ মৃত্যু

নাচের তালে দর্শকের হৃদয়ে কম্পন ধরালো নোরা


 

ভাবি বুকটা একটু পরীক্ষা করে দেখি কোন finding আছে কিনা। Couch এর দিকে আংগুল দিয়ে বলি ওখানে শুয়ে পড়েন। সে শুয়েও পড়ে। আমি খুটিয়ে খুটিয়ে তার chest ও আনুসাংগিক অন্যসব examine করে বলি তেমন কিছু মনে হচ্ছেনা- তবুও যেহেতু..., আমার কথা শেষ হবার আগেই সে বলে, "স্যার রোগীতো আমি না, আমার ওয়াইফ। " আমি তাজ্জব হয়ে বলি উনাকে বাইরে বসিয়ে রেখেছেন কেন? 

বাইরেনাতো স্যার, ও তো বাসায়- তার নির্লিপ্ত জবাব।

কেমন কৌতুকের মতো লাগছে। অথচ কত বাস্তব একটা ঘটনা ঘটেছিল আমারই চেম্বারে।

লেখাটি ডা. আমিনুল ইসলাম এর ফেসবুক থেকে নেওয়া (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv/আলী