বিদেশ থেকে খালেদার ডাক্তার আনতে বাধা নেই: আইনমন্ত্রী

ফাইল ছবি

বিদেশ থেকে খালেদার ডাক্তার আনতে বাধা নেই: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করালে সরকার বাধা দেবে না।

শনিবার (২০ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। সভায় মন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হন।

আইনমন্ত্রী বলেন, আইনের মাধ্যমে একজন সাজাপ্রাপ্তকে যে সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন, খালেদা জিয়াকে তা দেওয়া হয়েছে।

তবে বিএনপি যদি মনে করে, বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করাবে, সে ক্ষেত্রে সরকারের কোনো বাধা থাকবে না।

আনিসুল হক বলেন, বাংলাদেশকে তারা তলাবিহীন ঝুড়ি বানানোর প্রয়াস ও চেষ্টা করেছিল। বঙ্গবন্ধুরকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন।

ইউপি নির্বাচনে দলীয় প্রতীকের বিষয়ে মন্ত্রী বলেন, আখাউড়া ও কসবা উপজেলার ইউপিগুলোতে নৌকা প্রতীক বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মানুষের মনের কথা বোঝাও যাবে।

আরও পড়ুন


হাসান আলীকে আইসিসির তিরস্কার, মাহমুদুল্লাহদের জরিমানা

news24bd.tv এসএম