আসল র্যাবের হাতে ভুয়া র্যাব ধরা!

আসল র্যাবের হাতে ভুয়া র্যাব ধরা!

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে র্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব-৭।

শনিবার (২০ নভেম্বর) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল এই তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত ব্যক্তি বাহ্মণবাড়িয়া জেলার সদর থানার মোড়াল এলাকার ছেলে মো. ওয়াকিল রিপনের ছেলে মো. রিহাদ (২৪)।

র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, চট্টগ্রামের বহদ্দারহাট টু কালুরঘাট রাস্তার ওপর এক যুবক ভুয়া র্যাব পরিচয় দিয়ে প্রতারণামূলক বিভিন্ন অপরাধ করছিল।

আরও পড়ুন:

অঝোরে কাঁদলেন মেয়র জাহাঙ্গীর

বেগম জিয়াকে ভয় পায় সরকার: মান্না


 

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে একটি ভুয়া র্যাবের আইডিকার্ড জব্দ করা হয়। সে দীর্ঘদিন যাবত র‌্যাব সদস্য পরিচয় দিয়ে নগরের বিভিন্ন এলাকায় প্রতারণার করে আসছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

news24bd.tv/আলী