আফগান নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ!

প্রতীকী ছবি

আফগান নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ!

অনলাইন ডেস্ক

টেলিভিশন নাটকে এবার নারীদের উপস্থিতি নিষিদ্ধ করলো আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। নতুন আইন করে নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করা হল। খবর বিবিসির।

এছাড়া নতুন আইনে, নারী সাংবাদিক ও উপস্থাপকদের পর্দায় হিজাব পরে উপস্থিত হতে বলা হয়েছে।

তবে কোন ধরণের হিজাব পরতে বলা হয়েছে তা নিয়ে আইনে কোন সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয় নি।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, তালেবানের সর্বশেষ গাইডলাইনগুলো মূলত আফগান টেলিভিশন চ্যানোলগুলোকে লক্ষ্য করেই সামনে আনা হয়েছে। এই গাইডলাইনে ৮টি নতুন নিয়ম রয়েছে।

নতুন নিয়মে ইসলাম বা শরীয়াহ পরিপন্থি এবং আফগান মূল্যবোধের বিরুদ্ধে কোনো সিনেমা তৈরি নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া সিনেমার দৃশ্যে পুরুষের অনাবৃত শরীর দেখানোও নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া কৌতুক ও বিনোদনের অনুষ্ঠানগুলোতে ধর্মকে অসম্মান করে এমন কোনকিছু প্রচার করা যাবে না। এছাড়া আক্রমণাত্মক এবং বিদেশি সংস্কৃতিকে উৎসাহ দেয় এমন যেকোন বিষয় প্রদর্শনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

ইবাদতের জন্য খুলে দেওয়া হল মসজিদে নববী


news24bd.tv/ নকিব