বিয়েতে সম্মতি না থাকায় কক্সবাজারের ঈদগাঁও এলাকায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী।
বুধবার (১ ডিসেম্বর) ভোরে ঈদগাঁও ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকার ডুলাফকিরের রাস্তার মাথা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে ফজরের নামাজের জন্য ডাকা হয় সুমাইয়াকে। কিন্তু কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না তার।
স্থানীয় ওয়ার্ড মেম্বার সাহাব উদ্দিন জানান, মাস তিনেক আগে খালাত ভাইয়ের সঙ্গে পারিবারিকভাবে ওই তরুণীর বিয়ে ঠিক হয়। এ বিয়েতে তরুণীর সম্মতি ছিল না বলে জেনেছি। হয়ত সে কারণে সে আত্মহত্যা করতে পারে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, মরদেহ উদ্ধার করে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
রামপুরার ঘটনা বিএনপি-জামায়াতের অপকর্ম কি না প্রশ্ন কাদেরের
news24bd.tv এসএম