শেষ পর্যন্ত নতুন চিন্তার জয় হয়েছে

শওগাত আলী সাগর

শেষ পর্যন্ত নতুন চিন্তার জয় হয়েছে

Other

মানুষ তার নিজস্ব বিচার বুদ্ধি দিয়েই সবকিছু দেখতে স্বাচ্ছন্দবোধ করে। নতুন যে কোনো কিছুই তার কমফোর্ট জোনকে নাড়া দেয়, ফলে নতুন কিছুকে গ্রহণ করার ক্ষেত্রে সে দ্বিধান্বিত হয়ে পরে, কখনো কখনো প্রতিরোধ করারও চেষ্টা করে।

যুগে যুগে যখনি নতুন কোনো চিন্তার বা নতুন কোনো দৃষ্টিভঙ্গি মানুষের সামনে এসেছে, অধিকাংশ মানুষ সবার আগে সেটি প্রতিরোধ করার চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত নতুন চিন্তার জয় হয়েছে।

সমাজে নতুন চিন্তার উদ্ভব না ঘটলে, প্রাগ্রসর চিন্তার সৃষ্টি না হলে সেই সমাজকে বন্ধ্যা সমাজ হিসেবে বিবেচনা করা যায়। সেই সমাজের মানুষগুলোকেও প্রাণ সম্পন্ন ভাবা যায় না। নতুন ভাবনা-চিন্তার সমঝদার তেমন একটা পাওয়া যাবে না, কিন্তু নতুন এবং প্রাগ্রসর চিন্তার প্রবাহ থাকতেই হবে।

লেখাটি শওগাত আলী সাগর -এর ফেসবুক থেকে সংগৃহীত ( লেখাটির আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব।

এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv নাজিম