নেটফ্লিক্স-ডিজনিকে পাল্লা দিতে জি-সনি একীভূত

সংগৃহীত ছবি

নেটফ্লিক্স-ডিজনিকে পাল্লা দিতে জি-সনি একীভূত

অনলাইন ডেস্ক

ভারতের দুই প্রতিদ্বন্দ্বী বিনোদন কোম্পানি ‘জি এন্টারটেইনমেন্ট’ এবং সনি পিকচার্সের ভারতীয় ইউনিট একীভূত হচ্ছে। নেটফ্লিক্স আর ডিজনির সঙ্গে পাল্লা দিতে তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে।

জি এন্টারটেইনমেন্টের পরিচালনা পর্ষদ এই মার্জার চুক্তিতে চূড়ান্ত অনুমোদন দিয়ে দিয়েছে।

ভারতের স্টক এক্সচেঞ্জগুলোতে তারা বিষয়টি জানিয়েও দিয়েছে।

দুই কোম্পানির একীভূত হওয়ার খবরে ভারতের পুঁজিবাজারে জির শেয়ারের দামও বেড়ে গেছে।

এই চুক্তির ফলে এতদিনের প্রতিদ্বন্দ্বী দুই কোম্পানির নেটওয়ার্ক, টেলিভিশন চ্যানেল, ফিল্ম অ্যাসেট, স্ট্রিমিং প্ল্যাটফর্ম, প্রোডাকশন অপারেশন্স এবং প্রোগ্রামের সংগ্রহশালা একীভূত হয়ে যাবে। তাতে ভারতের অন্যতম বৃহৎ বিনোদন নেটওয়ার্কে পরিণত হবে এই একীভূত কোম্পানি।

একীভূত কোম্পানির ৫০.৮৬ শতাংশের মালিকানা থাকবে ‘সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার’ হাতে।

৪৫.১৫ শতাংশের মালিকানা ‘জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস’ এর হাতে থাকবে।

আর বাকি ৩.৯৯ শতাংশ পাবেন জি এন্টারটেইনমেন্টের উদ্যোক্তারা।

তারা পুঁজিবাজারে তালিকাভূক্ত হবে একীভূত কোম্পানি হিসেবে। জি এন্টারটেইনমেন্টের প্রধান পুনিত গোয়েঙ্কাই একীভূত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তার পদে থাকবেন।

ভারতের বাজারে এখনও কেবল টিভির প্রাধান্য থাকলেও নেটফ্লিক্স, অ্যামাজনের প্রাইম ভিডিও এবং ডিজনির হটস্টার আসার পর গত কয়েক বছরে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে।

আরও পড়ুন: 

মালয়েশিয়ায় ৭ বাংলাদেশির বিরুদ্ধে লুটের অভিযোগ

news24bd.tv/  তৌহিদ