ব্যাংকের ভুলে ১৫০০ কোটি টাকা পেল এক গ্রাহক!

প্রতীকী ছবি

ব্যাংকের ভুলে ১৫০০ কোটি টাকা পেল এক গ্রাহক!

অনলাইন ডেস্ক

ঘুম থেকে ওঠে দেখলেন হটাৎ করে আপনি হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন। সে টাকার মালিক আপনি না হলেও আপনার ব্যাংক হিসাবে সে টাকা জমা হয়েছে।  সে সুত্রে আপনি সে টাকার মালিক! অবিশ্বাস্য হলেও এমন ঘটনা ঘটেছে ব্যাংকের এক গ্রাহকের সাথে। খবর বিবিসি।

গত ২৫ ডিসেম্বর লন্ডনে তেমনই একটি ঘটনা ঘটেছে একটি বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে।  

বড়দিনের উপহার উপলক্ষে ২ হাজার গ্রাহকের অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠিয়েছিল। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে ওই গ্রাহকদের অ্যাকাউন্টে মোটা অংকের টাকা চলে যায়। টাকার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৫০০ কোটি টাকা।

এই বিপুল পরিমাণ টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে চলে যাওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা স্যানট্যান্ডার নামে ওই ব্যাংকের।

আরও পড়ুন:

নববর্ষের ভাষণে চীনকে সতর্ক করলেন তাইওয়ানের প্রেসিডেন্ট

সুদানে আরও চার বিক্ষোভকারী নিহত

এদিকে, বাড়তি টাকা গ্রাহকরা ফেরত দিতে চাইছে না বলে দাবি করেছেন ব্যাংক কর্তৃপক্ষ। ওই টাকা গ্রাহকদের থেকে পুনরুদ্ধার করতে ব্যাংক কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ব্রিটেনের আইন আছে, যদি কোনও গ্রাহকের অ্যাকাউন্টে ভুলবশত টাকা ঢোকে তাহলে ওই টাকা ব্যাংক ফেরত নিতে পারে। গ্রাহক যদি সেই টাকা দিতে অস্বীকার করেন তা হলে তার ১০ বছর কারাদণ্ড হতে পারে।

news24bd.tv/আলী