নমুনা পরীক্ষায় প্রতি ৩ জনে ১ জন করোনায় আক্রান্ত

সংগৃহীত ছবি

নমুনা পরীক্ষায় প্রতি ৩ জনে ১ জন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে দেশে সংক্রমণ ক্রমেই বেড়ে চলছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রতি ৩ জনের নমুনা পরীক্ষায় ১ জন করোনা পজিটিভ বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি ৮৫৭টি ল্যাবরেটরিতে ৪৯ হাজার ৪৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৬ হাজার ৩৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এসময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার দাবি ইরানের

লকডাউনে জন্মদিনের পার্টি করেছেন বরিস জনসন

অর্থাৎ প্রতি ৩ দশমিক শূন্য ৮টি (৩.০৮৬) নমুনা পরীক্ষায় ১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জনে।

news24bd.tv/এমি-জান্নাত