মাদক মামলায় আসামিকে অভিনব শাস্তি!

প্রতীকী ছবি

 পিতা-মাতার সেবাসহ আট শর্ত

মাদক মামলায় আসামিকে অভিনব শাস্তি!

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনায় মাদক মামলায় অভিনব রায় ঘোষণা করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম। সাজার পরির্বতে আসামি সোহেল মোল্লাকে আটটি শর্ত দেয়া হয়েছে।  শর্তে পিতা-মাতাকে সেবা, ধূমপান না করা, বাড়ির অঙ্গিনাসহ সড়কে গাছ লাগানো, মাদক আইনের বই পড়া, স্বেচ্ছাশ্রম ভিত্তিতে সেবামূলক কাজ করতে হবে।

বৃহস্পতিবার আদালতে এই রায় ঘোষণা করেন বিচারক।

 

জানা যায়, ২০ গ্রাম গাজাঁসহ ২০২১ সালের মার্চ মাসে গ্রেপ্তার হয় ডুমুরিয়ার সোহেল মোল্লা। ঘটনা স্বীকার করে সাক্ষ্য প্রদান করে আসামি। কিন্তু আসামির বয়স কম থাকায় তাকে সংশোধনের জন্য বিচারক সাজার পরিবর্তে ৮টি শর্ত আরোপ করে এই শর্ত এক বছর (প্রবেশনাল বছর) মানার কথা বলেন। প্রবেশনাল সময় শর্ত মেনে চললে তার সাজা মওকুফ করা হবে।

শর্তগুলি হলো আসামি সোহেল মোল্লা ধূমপান করতে পারবে না। মাদক বিরোধী প্রচারনায় অংশ নিবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে, এই বই পড়া শেষে প্রবেশনাল কর্মকর্তাকে অবহিত করতে হবে।  

আসামিকে নিজ বাড়ির আঙ্গিনায় ও তার গ্রামের মধ্যে সরকারি রাস্তায় বনজ গাছ রোপন করতে হবে। একই সময় তার বৃদ্ধ পিতা-মাতাকে দেখাশুনা ও ভরণপোষণের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে।  

প্রবেশনাল সময় সব শর্ত না মানলে ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে।  

news24bd.tv/ কামরুল