পুতিন বড় ভুল করছেন : ম্যাক্রোঁ

পুতিন বড় ভুল করছেন : ম্যাক্রোঁ

অনলাইন ডেস্ক

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ রাশিয়াকে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন করবে জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বড় ভুল করছেন।

বৃহস্পতিবার (৩ মার্চ) ‍দুই নেতার মধ্যে ফোনালাপে ফরাসি প্রেসিডেন্টের বরাতে এক ফরাসি মুখপাত্র জানান, পুতিন নিজেকে গুলিয়ে ফেলছেন এবং কিয়েভে সরকারকেও বিপদে ফেলেছেন।

রয়টার্সকে ফরাসি মুখপাত্র আরও জানান, এই ফোনকলে পুতিন ইউক্রেনকে কূটনৈতিক বা অস্ত্র দিয়ে নিরস্ত্র করার পুরনো বাসনার কথাই নতুন করে বলেছেন। আমাদের সান্ত্বনার কিছুই শোনাতে পারেননি পুতিন।

তাদের যা পরিকল্পনা ছিল সেটাই করা হবে। পুতিন 'নাৎসিমুক্ত ইউক্রেনের' কথাই বলেছেন।

ম্যাক্রোঁ বলেন, আপনি নিজেকেই নিজে মিথ্যা বলছেন। আপনার দেশকে এটা মূল্য দিতে হবে, একঘরে করে দেওয়া হবে, দীর্ঘমেয়াদী সব নিষেধাজ্ঞায় আপনাদের দুর্বল করে ফেলা হবে।

news24bd.tv/ তৌহিদ