পদ্মা পাড়ে খালেদ মাসুদ পাইলটের রেস্তোরা ‘নোঙর’

কাজী শাহেদ

খালেদ মাসুদ পাইলট। তার বড় পরিচয় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক ও ঘরোয়া অঙ্গন থেকে ব্যাট-প্যাড গুছিয়েছেন বহু আগে। কিন্তু রাজশাহীকে তুলে ধরতে মাঠে নেমেছেন নতুন পরিচয়ে।

তিনি এখন পুরোদস্তর উদ্যোক্তা। পদ্মাপাড়ে গড়েছেন নোঙর।

জাতীয় দলের অধিনায়ক, দেশের ইতিহাসের সেরা উইকেট রক্ষক, ক্রিকেট কোচ-সব পরিচয়েই সফল এক মানুষের নাম খালেদ মাসুদ পাইলট। এবার রেস্তোরা ব্যবসায় নাম লেখালেন তিনি।

পদ্মাপারে গড়ে তোলা রেস্তোরাটির নাম দিয়েছেন ‘নোঙর’।

সূর্যের তাপ যতো কমে, ভিড় বাড়ে নোঙরে। পাইলটের গড়ে তোলা নোঙরে ঘরতে এসে খুশি দর্শনাথীরা।  খেলতে ঘুরেছেন পৃথিবীর নানা প্রান্তে। সেখান থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা কাজে লাগাতে চান দেশের অন্য শহরগুলোতেও।

খালেদ মাসুদ পাইলট মনে করেন, যারা খুব বেশি খোলামেলা জায়গা পছন্দ করেন, ঘুরতে যান, তারা অবশ্যই নোঙরে আসবেন।

news24bd.tv/আলী