'আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, তাই আমাদের দেশেও বাড়বে'

ফাইল ছবি

'আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, তাই আমাদের দেশেও বাড়বে'

অনলাইন ডেস্ক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, তাই আমাদের দেশেও বাড়বে, এটা অংক। নেপাল, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ প্রায় সব দেশেই তেলের দাম বেড়েছে বলে মন্তব্য করেন তিনি। এই দাম বাড়ার কথা ছিল রোজার আগেই। কিন্তু সরকার চায়নি রোজায় তেলের দাম বাড়ুক।

সেই সময়ে কিছু অসাধু রিটেইলার ঘরে তেল মজুদ করে রেখেছিল। সেজন্য বাজারে তেলের ক্রাইসিস হলো দাম বাড়ানোর পর।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে ভোজ্যতেল উৎপানকারী প্রতিষ্ঠানের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলেনে এসব কথা বলেনবাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, মজুদ করা তেলের সন্ধানে চট্টগ্রামের পাহাড়তলী বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আগামী মাস থেকে আবার এক কোটি মানুষকে রোজার মত কম দামে পণ্য দিবে সরকার।

মন্ত্রী আরও বলেন, দাম বাড়াতে সিন্ডিকেটের দরকার হয়না। কিছু অসাধু ব্যবসায়ীরাই দাম বাড়ায়। আগামী এক থেকে দুই মাসের মধ্যে দাম সমন্বয়ের চেষ্টা করা হবে।

news24bd.tv/রিমু