আজ সিরিজ জয়ের লক্ষ্যে নামবে বাংলাদেশ

মাঠে নামবে বাংলাদেশ

আজ সিরিজ জয়ের লক্ষ্যে নামবে বাংলাদেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সফরকারী জিম্বাবুয়েকে হারিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ জিতলেই সিরিজ হয়ে যাবে টাইগারদের। বুধবার দুপুর দুটা ৩০ মিনিটে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

বসে থাকা নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক আর আবু হায়দার রনিকে দ্বিতীয় ওয়ানডেতে খেলানোর সম্ভাবনা কতটা? এমন প্রশ্ন যখন উঁকি দিচ্ছে তখন বিষয়টিকে পরিষ্কার করলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

মঙ্গলবার রাতে নান্নু বলেন, ‘নাহ দলে কোনো পরিবর্তন নেই। প্রথম ম্যাচের ১১ জনই কাল খেলবে। তবে হ্যাঁ, সিরিজ নিশ্চিত হলে শেষ ম্যাচে কিছু রদবদল করার কথা ভাবছি আমরা। ’

এদিকে জিম্বাবুয়েকে সমীহ করে মাশরাফি বলেছেন, ‘ক্রিকেটে যেকোনো কিছুই ঘটতে পারে।

জিম্বাবুয়েকে ছোট করে দেখার কিছু নেই। তাদের সব সিনিয়র ক্রিকেটারই এসেছে এবং আমি জানি তারা তাদের সেরাটা খেললে আমাদের জন্য কঠিন হবে। ’

অপরদিকে, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ লালচাঁদ রাজপুত বলেছেন, ‘আপনি যদি গত ম্যাচের দিকে তাকান দেখবেন, আমাদের আরো ভালো ব্যাট করা উচিৎ ছিল। প্রথম পাঁচ ব্যাটসম্যানকে দায়িত্ব নিতে হবে। যদি একজন ব্যাটসম্যান বড় স্কোর করতে পারে তাহলে আমি মনে করি, আমরা জেতার মতো একটা রান করতে পারব। আমি খুশি যে আমরা গত ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছি। উইলিয়ামস ও জারভিস অসাধারণ ব্যাট করেছে। চেফাস দারুণ শুরু এনে দিয়েছিল। কিন্তু কিছু জায়গা আছে যা নিয়ে আমাদের কাজ করতে হবে। মূল জায়গা হচ্ছে প্রথম পাঁচ ব্যাটসম্যান। ’

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ সাইফুদ্দিন, ফজলে মাহমুদ রাব্বি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর