গাজীর ৫ উইকেট, মজিদের ডাবল, ইমরুলের সেঞ্চুরি

গাজীর ৫ উইকেট, মজিদের ডাবল, ইমরুলের সেঞ্চুরি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বুধবার দিনটি ছিল ক্রিকেটারদের ব্যক্তিগত অর্জনের। শেষ রাউন্ডের ম্যাচের এই দ্বিতীয় দিনে একটি ডাবল সেঞ্চুরি, একটি সেঞ্চুরি এবং এক বোলারের ইনিংসে ৫ উইকেট দেখা গেল। প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের আব্দুল মজিদ মঙ্গলবার পূর্ণ করেছেন তার ক্যারিয়ারের ডাবল সেঞ্চুরি। তার ইনিংসে ভর দিয়ে অল আউট হওয়ার আগে ৫৪৬ রানের পাহাড়ে উঠেছে মধ্যাঞ্চল।

পূর্বাঞ্চলের স্পিনার সোহাগ গাজী পেয়েছেন ৫ উইকেট। দক্ষিণাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস, যদিও এদিন ওপেনিংয়ে নামেননি তিনি।
 
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল। সেখানে খেলার প্রথম দিনই সেঞ্চুরি করেন সাদমান ইসলাম ও মজিদ।
এটি ছিল মজিদের ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে ৭ম সেঞ্চুরি। সাদমান উইকেট হারালেও মজিদ অপরাজিত থাকেন। বুধবার দ্বিতীয় দিন তিনি পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি। দলীয় ৫৩০ রানে ৮ম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন মজিদ। এর আগে খেলেন ২০৫ রানের একটি ইনিংস। ২৪৬ বলের এই ইনিংসে ছিল ২২টি চার ও ৮টি ছয়। শেষ পর্যন্ত ৫৪৬ রান শেষ হয় দলটির প্রথম ইনিংসের কথা।

এই ম্যাচে বিপক্ষ দল পূর্বাঞ্চলে ছিলেন সোহাগ। তিনি ভালো বল করেছেন। ফিরিয়ে দিয়েছেন প্রতিপক্ষের ৫ ব্যাটসম্যানকে। ৪২.৩ ওভারের স্পেলে ১৮৮ রান দিয়ে  তিনি পেয়েছেন ৫ উইকেট।

রিপোর্ট লেখার সময় ব্যাট করতে নেমে ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে পূর্বাঞ্চল। তারা এখনও ৩৯২ রান পিছিয়ে আছে।

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর