সুযোগ শেষ হয়নি আর্জেন্টিনার

লিওনেল মেসি।

সুযোগ শেষ হয়নি আর্জেন্টিনার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আইসল্যান্ডের সঙ্গে ড্র আর ক্রোয়েশিয়ার বিপক্ষে উড়ে গিয়েও কিছুটা সুযোগ জিইয়ে রেখেখে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এক ড্র ও এক হারে বিদায় ঘটে গেছে মনে করা হলে তা ভুল। বিদায়ের ঘণ্টা বেজেছে, তবে আশা এখনো বেচেঁ আছে।

‌‘ডি’ গ্রুপ থেকে আজ মুখোমুখি হবে নাইজেরিয়া ও আইসল্যান্ড।

পরের ম্যাচে মোকাবেলা করবে ক্রোয়েশিয়া ও আইসল্যান্ড। প্রথম ম্যাচে আইসল্যান্ডিকরা জিতলে এবং পরে ম্যাচ ড্র হলেই কেবল আর্জেন্টিনার বিদায় নিশ্চিত হবে। দুই ম্যাচে বিপরীত ঘটলে আশা বেঁচে থাকবে লিওনেল মেসিদের।

রাশিয়া বিশ্বকাপ অভিযাত্রাটা ভালো হয়নি আর্জেন্টিনার।

নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে দলটি। আর দ্বিতীয় ম্যাচে ক্রোয়াটদের কাছে স্রেফ বিধ্বস্ত হয়েছেন তারা। এখন সামনে রয়েছে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ।

আজ নাইজেরিয়ার বিপক্ষে আইসল্যান্ড না জিতলে এবং ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচ ড্র না হলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে মেসি-দিবালাদের। এক্ষেত্রে শেষ ম্যাচে সুপার ঈগলদের হারাতে হবে তাদের।

এখন দেখার বিষয় আর্জেন্টাইনদের কপালের জোর কতটা?

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর