কয়লা খনির এমডিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কয়লা খনির এমডিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কয়লা খনির এমডিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা গায়েবের অভিযোগে পার্বতীপুর থানায় ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দিনসহ ১৯ জনকে আসামি করে এজাহার দায়ের করা হয়েছে।

পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) ফখরুল ইসলাম জানান, বড়পুকুরিয়া কয়লা খনির প্রশাসনিক ব্যবস্থাপক আনিসুর রহমান বাদি হয়ে গতকাল মঙ্গলবার রাতে বড়পুকুরিয়া খনির প্রায় ২৩০ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ মেট্রিক টন কয়লা গায়েবের সাথে ১৯ কর্মকর্তা জড়িত বলে এজাহার দায়ের করেছেন।

এজাহারে অভিযুক্তরা হলেন: আবু তাহের মোঃ নুরুজ্জামান চৌধুরী সাময়িক বরখাস্তকৃত মহাব্যবস্থাপক (মাইন অপারেশন),  খালেদুল ইসলাম সাময়িক বরখাস্তকৃত উপ-মহাব্যবস্থাপক (স্টোর), প্রকৌশলী মোঃ হাবিব উদ্দিন আহমেদ সাবেক ব্যবস্থাপনা পরিচালক (বর্তমানে ও এসডি),  আবুল কাশেম প্রধানিয়া সাবেক মহাব্যবস্থাপক কোম্পানী সচিব, মোশারফ হোসেন ব্যবস্থাপক (এক্সপ্লোরেশন), মাসুদুর রহমান হাওলাদার ব্যবস্থাপক (জেনারেল সার্ভিসেস), অশোক কুমার হালদার ব্যবস্থাপক (প্রডাকশন ম্যানেজমেন্ট),  আরিফুর রহমান ব্যবস্থাপক (মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন), জাহিদুল ইসলাম ব্যবস্থাপক (ডিজাইন, কন্সট্রাকশন অ্যান্ড  মেইনটেনেন্স), একরামুল হক উপ-ব্যবস্থাপক (সেইফটি ম্যানেজমেন্ট), খলিলুর রহমান উপ-ব্যবস্থাপক (কোল হ্যান্ডলিং অ্যান্ড ম্যানেজমেন্ট), মোর্শেদুজ্জামান উপ-ব্যবস্থাপক (মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন), হাবিবুর রহমান উপ-ব্যবস্থাপক (প্রডাকশন ম্যানেজমেন্ট),  জাহিদুর রহমান উপ-ব্যবস্থাপক (মাইন ডেভেলপমেন্ট),  সত্যেন্দ্র নাথ বর্মন সহকারী ব্যবস্থাপক (ভেনটিলেশন ম্যানেজমেন্ট), সৈয়দ ইমাম হাসান ব্যবস্থাপক (নিরাপত্তা), জোবায়ের আলীউপ-মহাব্যবস্থাপক (মাইন প্লানিং অ্যান্ড অপারেশন), আব্দুল মান্নান পাটওয়ারী সাবেক মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) এবং  গোপাল চন্দ্র সাহা মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব)।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর