কারো ক্ষতি করব এ চিন্তা যেন ব্রেইনে না আসে : অনন্ত জলিল

কারো ক্ষতি করব এ চিন্তা যেন ব্রেইনে না আসে : অনন্ত জলিল

আতাউর রহমান কাবুল

ঢাকাই সিনেমায় জনপ্রিয় প্রযোজক, অভিনেতা অনন্ত জলিল এবং তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) এসেছিলেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনে। নিউজ টোয়েন্টিফোর অনলাইনকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, ‌‘ম্যাক্সিমাম সময় আমরা দুজনে তাহাজ্জুদ নামাজ পড়ি। সকালে আমরা নিয়মিত ফজরের নামাজ পড়ি। সর্বপ্রথম যখন সূর্যের আলো দেখি, তখন আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে, হে আল্লাহ! আজকের দিনের হায়াত যেহেতু আপনি আমাকে দিয়েছেন, সেহেতু আমার দ্বারা যেন কারও ক্ষতি না হয়।

অনন্ত জলিল আরও বলেন, ‘আল্লাহকে বলি, আমার ব্রেইনে যেন এই ধরনের চিন্তা না আসে যে, আমি কারও ক্ষতি করব। আমি সারাদিন যেন ভালো কাজ করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাকে দান করেন। এটা হচ্ছে মাই ক্যারেক্টার।

তাদেরকে নিয়ে নানা কুৎসা রটনা বা নেগেটিভ নিউজ সম্পর্কে অনন্ত জলিল বলেন, এতদিন আমি নিজেই প্রযোজনা করেছি। নেগেটিভ অনেক কিছু ওভারলুক করেছি। এখন আর ওভারলুক করব না। মানে হলো, আমি নেগেটিভ কাজ করতেও রাজি না, নেগেটিভ সমালোচনা শুনতেও রাজি না। ’

একান্ত আলাপচারিতায় অনন্ত জলিল আরও বলেন, ‘এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমি বাইরের চলচ্চিত্র করব এজন্য কেউ যদি বিনা কারণে আমাকে নিয়ে নেগেটিভ নিউজ করে, তাহলে আমার আইনজীবী প্রথমে নোটিশ পাঠাবে। পরে হাইকোর্টে রিট করে ওই কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এটা একদম ফাইনাল কথা। ’

news24bd.tv/desk