কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

প্রতীকী ছবি

কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

অনলাইন ডেস্ক

কুষ্টিয়ার শিলাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো ছুরিকাঘাতে স্থানীয় ভূমি অফিসের এক কর্মচারী নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও দুই সন্তান। আজ শনিবার সকাল ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়ার আড়াইশ’ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নিহত আব্দুর রাজ্জাক কুমারখালী উপজেলার শিলাইদহ কোমরকান্দি এলাকার বাসিন্দা।  

পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে শিলাইদহ কোমরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি চায়ের দোকানে চোর সন্দেহে এক মানসিক প্রতিবন্দিকে পেটাচ্ছিলেন স্থানীয় খাঁ ও বিশ্বাস গ্রুপের লোকজন। এসময় আব্দুর রাজ্জাক ঘটনার প্রতিবাদ করলে তার ওপর ক্ষুব্ধ হন তারা।

আজ শনিবার সকালে আব্দুর রাজ্জাক তার বাড়ির সামনে বের হলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রাজ্জাককে।

গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।  

news24bd.tv/রিমু