মধুমতি সেতু দিয়ে চলছে যান, দক্ষিণের জনপদে আনন্দের ঢেউ

সংগৃহীত ছবি

মধুমতি সেতু দিয়ে চলছে যান, দক্ষিণের জনপদে আনন্দের ঢেউ

মুন্সি মোহাম্মদ হোসাইন ও দিলীপ কুমার মণ্ডল, কালনা থেকে

মধুমতির বুকে দেশের প্রথম ৬ লেনের সেতুতে যান চলাচল শুরু হয়েছে। এতে করে দক্ষিণের জনপদে লেগেছে আনন্দের ঢেউ। ঢাকা-কলকাতা-ঢাকা রুটের যাত্রীদের কণ্ঠেও স্বস্তি। তারা বলছেন, এই সেতু চালুর ফলে সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন এসেছে।

এদিকে, নারায়ণগঞ্জের নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতুও ভোগান্তি নামিয়ে নিয়ে এসেছে শূন্যের কোঠায়।

যাত্রীরা বলছেন, এশিয়ান হাইওয়ের ওপর অবস্থিত হওয়ায় সড়ক যোগাযোগের ক্ষেত্রে এই সেতু বৈপ্লবিক পরিবর্তন আনবে।

সেতুটি চালু হওয়ায় ঢাকার সঙ্গে নড়াইল, যশোর, খুলনা, বেনাপোল, সাতক্ষীরাসহ বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ সহজ হয়েছে। কমেছে ১০০ থেকে ২০০ কিলোমিটার পথ।

উদ্বোধনের পরই মধুমতি সেতুতে টোল আদায় নিয়ে সন্তুষ্ট কর্তৃপক্ষ।   অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী, সওজ, গোপালগঞ্জ।

এদিকে, নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু খুলে দেওয়ায় উচ্ছ্বসিত বন্দরের মানুষ। যোগাযোগ ব্যবস্থায় ভোগান্তি থেকে রক্ষা পেতে দাবি ছিল এই একটি সেতুর।  

কর্তৃপক্ষ বলছে, কোনো রকম যানজট ছাড়া কম সময়ে এ পথে নারায়ণগঞ্জ থেকে সিলেটে যেতে পারবেন যাত্রীরা।  

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উভয় দিকের গাড়ি এই সেতু দিয়ে চলাচল করায় ঢাকা ও নারায়ণগঞ্জের মহাসড়কও যানজট কমে আসবে বলে জানান সংশ্লিষ্টরা।

news24bd.tv/ইস্রাফিল