নার্ভাসের চেয়ে বেশি উচ্ছ্বসিত বাবর আজম

সংগৃহীত ছবি

নার্ভাসের চেয়ে বেশি উচ্ছ্বসিত বাবর আজম

অনলাইন ডেস্ক

টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ম্যাটি শুরু হবে আজ দুপুর ২টায়। পাকিস্তানের নেতৃত্বে রয়েছেন বাবর আজম। স্বপ্ন দেখছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ট্রফি জয়ের। অধিনায়কত্ব পাওয়ার পর এটা প্রথম বিশ্বকাপ ফাইনাল হওয়ায় বাবর  নার্ভাসের চেয়ে বেশি উচ্ছ্বসিত।

 

বাবার বলেন, ‘আমি নার্ভাসের চেয়ে বেশি উচ্ছ্বসিত। অবশ্যই চাপ আছে। এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে আত্মবিশ্বাস ও বিশ্বাসের মাধ্যমে এই চাপকে অতিক্রম করা সম্ভব।

আর ভালো ফল পেতে হলে আপনাকে এটা করতেই হবে। ইংল্যান্ড খুবই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ দল। ভারতকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে আসাটা সেটারই প্রমাণ দেয়। আমরা বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হেরেছিলাম। সেখান থেকে আমরা ঘুরে দাঁড়িয়ে শেষ চার ম্যাচ জিতে ফাইনালে এসেছি। আমরাও কিন্তু ভালো পারফরম্যান্স করেছি। ’

news24bd.tv/ইস্রাফিল