পাঠ্যবইয়ে ভুলের বিষয়ে এনসিটিবি চেয়ারম্যানসহ ২জনকে হাইকোর্টে তলব

সংগৃহীত ছবি

পাঠ্যবইয়ে ভুলের বিষয়ে এনসিটিবি চেয়ারম্যানসহ ২জনকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক

পাঠ্যপুস্তকে ভুলের বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানসহ দুইজনকে তলব করেছেন হাইকোর্ট। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী।

তিনি জানান, আগামী ২৯ নভেম্বর আদালতে তাদের সশরীরে উপস্থিত হওয়ার জন্য বলেছেন হাইকোর্ট। রিটে বলা হয়, ষষ্ঠ থেকে নবম-দশম ও একাদশ শ্রেণির বইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়সহ অন্যান্য বিষয়ে ভুল তথ্য থাকার পর তা সংশোধন সঠিক না হওয়ায় এ তলব করেন হাইকোর্ট।

২০২১ সালে ভুলের বিষয়ে প্রশ্ন তুলে রুল জারি করেন হাইকোর্ট। এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইতে থাকা ভুল সংশোধনে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

রুলে শিক্ষা সচিব, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ডের চেয়ারম্যান, সদস্য (কারিকুলাম) ও সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার (২৩ নভেম্বর) সেটি শুনানি হয় এবং তাদের দুজনকে তলব করে আদেশ দেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক