হারের দায় নিজের কাঁধেই নিলেন কেইন

সংগৃহীত ছবি

হারের দায় নিজের কাঁধেই নিলেন কেইন

অনলাইন ডেস্ক

ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ইংল্যান্ডের ম্যাচে ফেরার নায়ক যদি হন হ্যারি কেইন, তবে দলকে হারিয়ে দেওয়ার খলনায়কও তিনি। প্রথমার্ধে অরিলিয়ে চুয়ামেনির গোলে এগিয়ে থাকা ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান কেইন। ৫৪ মিনিটে স্পটকিক থেকে গোল করেন তিনি। ম্যাচের শেষ দিকে আবারও পেনাল্টি পেয়েছিল ইংলিশরা।

এবার অবশ্য বল জালে রাখতে পারেননি তিনি। মারেন ক্রসবারের অনেক ওপর দিয়ে।

ফ্রান্স দ্বিতীয়ার্ধে ফের এগিয়ে গিয়েছিল অলিভিয়ের জিরুর গোলে। ম্যাচের ৮৪তম মিনিটে কেইন পেনাল্টি মিস মিস করলেও ইংল্যান্ডের আর ম্যাচে সমতা ফেরানো হয়নি।

ফলে নির্ধারিত সময়ে পাওয়া ২-১ গোলের জয়ে সেমিফাইনালে উঠে যায় ইংল্যান্ড।

পেনাল্টি মিসের পর কেইন নিজেও জানেন, তার ভুলেই ইংল্যান্ড বাদ পড়েছে বিশ্বকাপ থেকে। তাই এই হারের সব দায় নিজের কাঁধে নিয়েছেন কেইন। ম্যাচ শেষে হতাশা লুকাতে না পেরে ইংলিশ অধিনায়ক বলেন, ‘অধিনায়ক হিসেবে দুর্ভাগ্যকে সাহসের সঙ্গে গ্রহণ করছি। পেনাল্টি মিসের দায় আমার। এই হার মেনে নেওয়া কঠিন। তবে দল নিয়ে আমি গর্বিত। ’ সঙ্গে যোগ করেন, ‘এ রাত সহজে শেষ হবে না। আমি সাহসী ছিলাম, গোটা দল চাঙা ছিল। সবার বিশ্বাস ছিল, আমরা এবার বিশেষ কিছু অর্জন করতে যাচ্ছি। কিন্তু গল্পটা সংক্ষিপ্ত হয়ে গেল। ’

ম্যাচ হারলেও ফ্রান্সের চেয়ে ইংল্যান্ডই ভালো খেলেছে দাবি কেইনের। পরিসংখ্যানও তাই বলছে। ম্যাচে বল দখল থেকে শুরু করে আক্রমণ, সব দিকেই ফ্রান্সের চেয়ে এগিয়ে ছিল ইংল্যান্ড। তবে কেন এমন হার? কেইন বললেন, ‘মনে হয়েছে, ওদের চেয়ে আমরা বেশি সুযোগ সৃষ্টি করেছি। টুকরা টুকরা সময় বিবেচনায় নিলেও আমরাই ভালো ফুটবল খেলেছি। কিন্তু ফিনিশিংয়ে গিয়ে পিছিয়ে পড়েছি। ’

হারের দায় কাঁধে নিলেও কঠিন নেতৃত্ব ছাড়া বা জাতীয় দলের হয়ে আর না খেলার মতো কোনো কঠিন সিদ্ধান্ত নেননি কেইন। ২৯ বছর বয়সী এই ফুটবলার অতীত ভুলে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে চান। কেইন বলেন, ‘এটা (হার) আমাদের কিছু দিন কষ্ট দেবে। তবে এটাকে এক পাশে সরিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। ’

news24bd.tv/সাব্বির