একদিনের জামিনে মায়ের জানাজায় ছাত্রদল নেতা

কারাগার থেকে একদিনের মুক্তি পেয়ে মায়ের মরদেহের সামনে পরিবারের সদস্যরা সঙ্গে ছাত্রদল নেতা মোস্তাক খান চৌধুরী।

একদিনের জামিনে মায়ের জানাজায় ছাত্রদল নেতা

অনলাইন ডেস্ক

মায়ের জানাজায় অংশ নিতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মোস্তাক খান চৌধুরী রুমেলকে একদিনের জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মানবিক কারণে তাঁকে একদিনের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে বুধবার (২১ ডিসেম্বর) আদালতে নিজেকে সোপর্দের নির্দেশ দেন আদালত।

মামলার আইনজীবী অ্যাডভোকেট গুলজার আহমেদ খান জানান, একটি রাজনৈতিক মামলায় ১৬ নভেম্বর গ্রেপ্তার করে মোস্তাক খান চৌধুরী রুমেলকে কারাগারে পাঠানো হয়।

তাকে সন্ত্রাসবিরোধী একটি মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। তবে সে ওই মামলায় এজাহারনামীয় আসামি ছিল না। গ্রেপ্তারের পর অজ্ঞাত আসামি হিসেবে তাকে মামলায় যুক্ত করা হয়। গতকাল সোমবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টায় এই ছাত্রদল নেতার মা সৈয়দা ফেরদৌস জাহান (৬৮) সিলেটের নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
 

মঙ্গলবার মানবিক কারণ দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হয়। এর প্রেক্ষিতে বুধবার (২১ ডিসেম্বর) আদালতে নিজেকে সোপর্দের আদেশ দিয়ে একদিনের জামিন মঞ্জুর করেন। এই মামলায় আগামী বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মোস্তাক খান চৌধুরীর জামিন শুনানির নির্ধারিত তারিখ রয়েছে।  

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ কারাগার থেকে মুক্ত হয়ে বানিয়াচং উপজেলার শতমুখা গ্রামে মায়ের দ্বিতীয় নামাজে জানাজায় অংশ নেন ছাত্রদল নেতা মোস্তাক খান।  

এদিকে কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ জি কে গউছ বলেন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে এই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। যে কারণে সে নিজের মায়ের মৃত্যুর সময়ে কাছ থাকতে পারেনি। এই মুহূর্তে তাঁকে স্থায়ী জামিন দেওয়া প্রয়োজন।
news24bd.tv/আলী