ছবিতে আর্জেন্টিনার বিশ্বকাপ ট্রফি উদযাপন

সংগৃহীত ছবি

ছবিতে আর্জেন্টিনার বিশ্বকাপ ট্রফি উদযাপন

অনলাইন ডেস্ক

একটা ট্রফির জন্য গত ৩৬টা বছর অপেক্ষা করেছিল আর্জেন্টিনাবাসী। মারিও কেম্পেস, ম্যারাডোনার পর আবশেষে আরেক মহাতারকা লিওনেল মেসির হাত ধরে ্ঘরে এসেছে বিশ্বকাপ ট্রফি। রাজধানী বুয়েন্স আয়ার্স তাই হয়ে উঠেছিল উৎসবেন নগরী। দেশবাসীর উৎসব বাড়িয়ে দিতে ঘোষণা করা হয়েছিল সরকারি ছুটি।

সুযোগ লুফে নিয়ে দেশের ভিবিন্ন প্রান্ত থেকে মেসিদের বিজয় শোভাযাত্রায় শরিক হয়েছে আর্জেন্টাইনরা। বুয়েন্স আয়ার্সের রাস্তা হয়ে ওঠেছিল জনসমুদ্র।

মেসিদের বিজয় র‌্যালি ঘিরে উদযাপনে মেতেছে আর্জেন্টিনার জনগণ।

মেসির হাতে বিশ্বকাপ।

ডি পল পেতেছেন গানে।

জনসমুদ্রের মধ্যে চ্যাম্পিয়নদের পরিবহনরত বাস।

কোথাও তিল ধারণের ঠাই নেই। তার মধ্যেই উদযাপন করতে করতে এগিয়ে চলেছে চ্যাম্পিয়ন বাসটি।

৩৬ বছরের অপেক্ষার অবসান। এই আনন্দ দেখে কে। ফাইনালে গোল করা ডি মারিয়া মেতেছেন আনন্দে।

উৎসবের নগরীতে পরিণত হয়েছে বুয়েন্স আয়ার্স শহরের প্রতিটি রাস্তা।

উদযাপনের মধ্যমনি মেসি। গানে গানে চলছে উদযাপন।

স্বপ্নের নায়কদের একটু ছুয়ে দেখার চেষ্টা।

বিশ্বকাপে চার গোল দিয়ে হুলিয়ান আলভারেজ জানান দিয়েছেন তিনি আগামীর তারকা। আনন্দটা তাই তারও কম না।

যতদূর চোখ যায় কেবলই মানুষ আর মানুষ।

মেসির হাতে স্বপ্নের বিশ্বকাপ

উদযাপন চলেছে মঙ্গলবার সারাদিন ব্যাপি।

ম্যারাডোনাও ছিলেন মেসিদের উদযাপনে।

যে যেখান থেকে পেরেছেন মেসিদের উদযাপনে শরিক হয়েছেন।

এত সমাগম এর আগে দেখিনে আর্জেন্টিনার রাজধানী

মেসিদের নিয়ে চ্যাম্পিয়ন বাসটি চলে যাচ্ছে সামনের দিকে। সেই সাথে এগিয়ে চলছে উদযাপনরত হাজারো মানুষ।