মিশরের পুলিশ চৌকিতে হামলায় নিহত ৪

সংগৃহীত ছবি

মিশরের পুলিশ চৌকিতে হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক

মিশরের সুয়েজ খালের শহর ইসমালিয়ার একটি পুলিশ চৌকিতে হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২ জন। মিশরীয় কর্মকর্তা ও চিকিৎসক সূত্রে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

ফরাসি সংবাদ সংস্থা এপির হাতে আসা নথি অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজনই পুলিশ।

আর একজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক নিরাপত্তা কর্মী এপিকে জানায়, শুক্রবার দুপুরের দিকে সুয়েজ খালের পশ্চিমাংশের একটি পুলিশ চৌকিতে এ হামলা হয়।   

 আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে মিশরের সুয়েজ খালের পশ্চিম দিকে ইসমালিয়া শহরে এই হামলার ঘটনা ঘটে। ইসমালিয়ার এই ঘটনাকে জঙ্গি হামলা বলে অভিহিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আল-কয়েরা বলছে, নিরাপত্তা কর্মীদের গুলিতে এক হামলাকারী নিহত হয়েছে। তবে এ হামলার জন্য এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

প্রতিবেদনে আরও বলা হয়, মিশর বছরের পর বছর ধরে সিনাই উপদ্বীপের উত্তরাঞ্চলে জঙ্গিগোষ্ঠী আইএসআইএস যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে জঙ্গি নির্মূলে অভিযান চালায় মিশর সরকার। ওই অভিযানে অন্তত এক হাজার জঙ্গি মারা যায়।

news24bd.tv/মামুন