যুক্তরাষ্ট্রে ত্রুটির কারণে বন্ধ হওয়া ফ্লাইট চালু হতে শুরু 

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে ত্রুটির কারণে বন্ধ হওয়া ফ্লাইট চালু হতে শুরু 

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কম্পিউটারে ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বন্ধ হওয়া অভ্যন্তরীণ ফ্লাইট চালু হতে শুরু করেছে। খবর: বিবিসি’র। উড্ডয়ন বন্ধ থাকার ফলে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত চার হাজার ৬০০ ফ্লাইট বিলম্ব হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার।

এফএএ জানিয়েছে, নোটিস টু এয়ার মিশন সিস্টেমে (নোটাম) ত্রুটির কারণে বন্ধ করে দেওয়া ফ্লাইট অপারেশন চালু করা হয়েছে।

আস্তে আস্তে যুক্তরাষ্ট্রের বহু বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন করছে। তবে এখনও কিছু পরিস্থিতি স্বাভাবিকে ফেরানোর কাজ চলছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সকাল ৯টা পর্যন্ত সব ফ্লাইটের উড্ডয়নে নিষেধাজ্ঞা দিয়েছিল এফএএ। পরে ৯টা পার হলে তুলে নেওয়া হয় এবং পরিস্থিতি সাবেকে ফিরতে শুরু করেছে।

ফ্লাইট উড্ডয়ন বন্ধ থাকায় যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। চরম হতাশা প্রকাশ করেছেন যাত্রীরা। ডিওনা নামের এক যাত্রী বিবিসিকে বলেন, ‘তিন ঘণ্টা ধরে বিমানবন্দরে আটকে আছি। অনেকটা বন্দিদশা। ’

এদিকে ফ্লাইট বিলম্বের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে স্থবিরতা নেমে আসার ঘটনায় প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘কয়েক ঘণ্টার মধ্যেই এর কারণ জানা যাবে। এফএএ এখনও কারণ জানতে পারেনি। জানা গেলে সঙ্গে সঙ্গেই বিস্তারিত তথ্য মিলবে। ’