ত্বক আর্দ্রতা হারাচ্ছে কি না যেভাবে বুঝবেন

ত্বক আর্দ্রতা হারাচ্ছে কি না যেভাবে বুঝবেন

অনলাইন ডেস্ক

পর্যাপ্ত আর্দ্রতার অভাবে ত্বকে অল্প বয়সেই দেখা দেয় বলিরেখা। এছাড়া দেখা দিতে পারে নানা সমস্যা। তবে বুঝবেন কিভাবে যে আপনার ত্বক  আর্দ্রতা হারাচ্ছে?

নিম্নের ৫ লক্ষণই বলে দেবে ত্বক আর্দ্রতা হারাচ্ছে কি না- 

১) ত্বকে র‍্যাশ, চুলকানি, ব্রণ হওয়া।

২) ত্বক অতিমাত্রায় স্পর্শকাতর হয়ে যাওয়া।

ত্বকে লালচে ভাব, মেচসতার উপদ্রব।

৩) বলিরেখা, চোখের তলায় কালি পড়ে যাওয়া।

৪) ত্বকের ঔজ্জ্বল্য হ্রাস পাওয়া। ত্বক ক্রমশ নিস্তেজ হয়ে পড়া।

৫) আর্দ্রতাহীন ত্বক অতিমাত্রায় শুষ্ক হয়ে পড়ে। শুষ্ক ত্বকে নানা রকম লালচে দাগ ছোপ আসা।

 news24bd.tv/রিমু 

এই রকম আরও টপিক