ক্রিকেটারদের শ্রম-ত্যাগের কথা কেউ জানে না: মাশরাফি

সংগৃহীত ছবি

ক্রিকেটারদের শ্রম-ত্যাগের কথা কেউ জানে না: মাশরাফি

অনলাইন ডেস্ক

এখনো আনুষ্ঠানিক অবসর নেওয়া হয়নি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফি বিন মর্তুজা অধ্যায় যে শেষ তা বলাই যায়। সবশেষ ২০২০ সালের মার্চে বাংলাদেশের জার্সি গায়ে শেষবার মাঠে নামেন মাশরাফি। খেলেন জিম্বাবুয়ের বিপক্ষে।

ওই সিরিজে অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই দলের বাইরে তিনি।

এরপর মাশরাফিকে মাঠ থেকে বিদায় দেওয়া নিয়ে কম নাটক হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, মাশরাফিকে বিদায় দিতে বিশেষ সিরিজ আয়োজন করতে চায় তারা। তবে মাশরাফি নিজে কখনো সেই প্রস্তাবে সায় দেননি।

দল থেকে বাদ পড়া এবং অবসর সিদ্ধান্ত নিয়ে বোর্ডের সঙ্গে বনিবনা না হওয়াতেই মাশরাফি এই অবস্থান নেন।

মাঠ থেকে বিদায়ের আশা মোটেও নেই মাশরাফির। নিজেই সে কথা জানিয়ে আজ সিলেটে গণমাধ্যমকর্মীদের দেশের সফলতম এই অধিনায়ক জানিয়েছেন, সাকিব আল হাসান, তামিম ইকবালদের যেন একই ভাগ্য বরণ করতে না হয়।

আগামীকাল থেকে বিপিএলের সিলেট পর্ব শুরু হবে। তার আগে আজ সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অবসর প্রসঙ্গে বলেন, ‘হ্যাঁ অবশ্যই ওই সংস্কৃতিতে (মাঠ থেকে বিদায়ের) যাওয়া উচিত। ওই সংস্কৃতি সেট আপ করা দরকার। যারা আছে এখন, সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম, কেউ স্বীকার করুক বা না করুক; তারা বাংলাদেশের কিংবদন্তি। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাদের ক্ষেত্রে যেন ওই সুযোগ বাংলাদেশের মানুষ পায়। তারা যেন ওই সম্মানটা নিয়ে মাঠ থেকে বিদায় নিতে পারে। দীর্ঘদিন, দীর্ঘসময় তারা শ্রম দিয়েছে। ’

এ সময় মাশরাফি কষ্ট নিয়েই জানান, মানুষ ক্রিকেটারদের শ্রম-ত্যাগের কথা মনে রাখে না।  তিনি বলেন, ‘অনেক কিছু ত্যাগ করেই ক্রিকেটাররা সময় দেয়। মানুষ তো হিসাব করে কত টাকা পেল। কিন্তু তারা যে শ্রম দিয়েছে, দিনের পর দিন ত্যাগ করেছে, এটা কেউ জানে না। ওই সম্মানটা যেন তারা পায়। যারা মধ্য বয়সে আছে, তরুণ আছে, তারা যেন বিশ্বাসটা পায়, আমাদের দেশ থেকে এতটুকু সম্মান নিয়ে যেতে পারব। ’

নিজের অবসরের ব্যাপারে বিসিবির কাছে কোনো প্রত্যাশা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘কোনো প্রত্যাশা নিয়ে আসিনি, যেতেও চাইনি। তিন বছর আগেও এই প্রত্যাশা নিয়ে এখান থেকে যাইনি যে আমাকে ক্রিকেট বোর্ড থেকে বা কোনো জায়গা থেকে কী দেবে। সেই আশায় আমি বসেছিলাম না। ’

news24bd.tv/সাব্বির