সাহাবুদ্দিন চুপ্পুর বাসায় নিরাপত্তা জোরদার

মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু

সাহাবুদ্দিন চুপ্পুর বাসায় নিরাপত্তা জোরদার

রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার (১২ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন কমিশনে দলীয় প্রার্থী হিসেবে তার নাম দাখিল করেন। রেওয়াজ অনুযায়ী সব ঠিক থাকলে আগামী রাষ্ট্রপতি হচ্ছেন তিনিই। এরই রেশ ধরে রোববার বিকাল থেকে তাঁর গুলশানের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে।

আরও পড়ুন...সাহাবুদ্দিন চুপ্পুর পরিচয় তুলে ধরলেন ওবায়দুল কাদের

বাসভবনের আশপাশে অবস্থান নিতে দেখা গেছে পুলিশ সদস্যদের। এ ছাড়াও নিয়ন্ত্রণ করা হয়েছে বাসাসংলগ্ন সড়কেও যান চলাচলও।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের ডিসি আবদুল আহাদ জানান, মো. সাহাবুদ্দিন দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন এ তথ্য জানার পর তার বাসায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন...সাহাবুদ্দিন চুপ্পুকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে চায় আওয়ামী লীগ

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে সাহাবুদ্দিন চুপ্‌পুকে রাষ্ট্রপতি হিসেবে চেয়ে মনোনয়নপত্র জমার পর ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিনকে মনোনীত করেছেন।

সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের মনোনীত প্রার্থীই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি- এটি মোটামুটি নিশ্চিত। বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী না দেওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছে। ’

আরও পড়ুন...রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু, কী বলছে বিএনপি

news24bd.tv/ইস্রাফিল