সেঞ্চুরির হ্যাটট্রিক জাকেরের 

সংগৃহীত ছবি

সেঞ্চুরির হ্যাটট্রিক জাকেরের 

অনলাইন ডেস্ক

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ৩৭ ম্যাচে যার নামের ছিল না কোনো সেঞ্চুরি, সেই জাকের আলী অনিক করলেন সেঞ্চুরির হ্যাটট্রিক। আজ রোববার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে বিসিবি সাউথ জোনের বিপক্ষে ১৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেন এই উইকেটকিপার ব্যাটার।

বিসিএলে টানা দুই সেঞ্চুরি করে বিপিএল খেলতে নেমেছিলেন জাকের। টি২০ সংস্করণের টুর্নামেন্ট শেষ করে ফের বিসিএলে ফিরেই সেঞ্চুরি তুলে নিলেন জাকের।

১২১, ১৩৮ এরপর এবার খেললেন ১৩৮ রানের অপরাজিত ইনিংস।

জাকেরের হ্যাটট্রিক সেঞ্চুরির দিনেও সাউথ জোনের করা ৩১৩ রানের জবাবে ২৮৩ রানে আটকে গেছে সেন্ট্রাল জোন। তাতে ৩০ রানের লিড পায় সাউথ জোন। মূলত জাকেরের সেঞ্চুরির ওপর দাঁড়িয়েই সেন্ট্রাল জোন ২৮৩ রান করতে পেরেছে।

পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখেন জাকের। সৌম্য ৮, মজিদ ৮, আইচ মোল্লা ও শুভাগত হোম রানের খাতা খুলতে পারেননি। সেখানে ব্যতিক্রম ছিলেন জাকের। দারুণ ইনিংসে দলের বিপর্যয় রোধ করেছেন। বল হাতে সাউথ জোনের বোলারদের মধ্যে সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ ৩টি করে উইকেট নিয়েছেন। নাহিদুল নেন ২ উইকেট।

news24bd.tv/সাব্বির