রোববার চালু হচ্ছে সিম্ফোনির কারখানা 

সিম্ফোনি স্পেস অফিস উদ্বোধন

রোববার চালু হচ্ছে সিম্ফোনির কারখানা 

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দেশে সিম্ফোনির হ্যান্ডসেট সংযোজন কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে রোববার (২৩ সেপ্টেম্বর)। সাভারের আশুলিয়ার কণ্ডলবাগে স্থাপিত ওই কারখানায় ইতোমধ্যে হ্যান্ডসেট সংযোজন চলছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার রোববার সকালে কারখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপরই নিজেদের কারখানায় সংযোজিত হ্যান্ডসেট বাজারজাত করার প্রক্রিয়ায় যাবে দেশীয় কোম্পানিটি।

 

চলতি মাসেই বাজারজাতকরণের কথা থাকলেও অনুমোদনগত প্রক্রিয়া শেষে অক্টোবরের মাঝামাঝিতে গ্রাহকের হাতে এসব হ্যান্ডসেট চলে যাবে বলে আশা করছেন সিম্ফোনির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে সিম্ফোনির সিনিয়র ডিরেক্টর মো. মাকসুদুর রহমান জানিয়েছিলেন, শুরুতে এই হ্যান্ডসেটগুলো ‘থ্রি জি’র হবে এবং এগুলো বেশ সাশ্রয়ী দামে গ্রাহককে দিতে চান তারা।

দেশের মোবাইল হ্যান্ডসেট বাজারে সিম্ফোনির একচেটিয়া রাজত্ব অনেক দিনের। এখনও মোট বাজারের ৩০ শতাংশের ওপরে কোম্পানিটির দখলে।

আর এ অবস্থান আরও পাকাপোক্ত করতে জনপ্রিয় ব্র্যান্ডটির স্থানীয়ভাবে এই হ্যান্ডসেট সংযোজন।

স্থানীয়ভাবে উৎপাদিত হ্যান্ডসেট দিয়ে দেশিয় চাহিদার বড় অংশ পূরণের পাশাপাশি রপ্তানির লক্ষ্যও রয়েছে সিম্ফোনির। বাংলাদেশের কারখানায় তৈরি ফোন আফ্রিকার দেশগুলোর সম্ভাবনাময় বাজার হতে পারে বলে মনে করছেন কোম্পানিটির কর্মকর্তারা।


অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর