পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান যুব দল

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান যুব দল

অনলাইন ডেস্ক

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অন্যতম বড় অর্জন বলা যায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল যুব টাইগাররা।  

তবে গত আসরে শিরোপা ধরে রাখতে পারেনি বাংলার প্রতিনিধিরা। আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো কিছু করতে চায় বাংলাদেশ।

তাই এখন থেকেই তাদের প্রস্তুতি শুরু করে দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান যুব দল। সফরে একটি চার দিনের ম্যাচসহ ৫ টি ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ২৬ এপ্রিল ঢাকায় পা রাখবে সফরকারীরা।

বুধবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ঢাকায় পা দিয়ে চলে যাবে বন্দর নগরী চট্টগ্রামে। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৩০ এপ্রিল শুরু হবে দুই দলের চার দিনের ম্যাচ। একই ভেন্যুতে ৬ ও ৮ মে হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচ।

এরপর রাজশাহীতে যাবে দুই দল। যেখানে শেষ তিনটি একদিনের ম্যাচ ও একমাত্র টি-টোয়েন্টি হবে। ম্যাচগুলো যথাক্রমে মাঠে গড়াবে ১১,১৩ ও ১৫ মে। একমাত্র টি-টোয়েন্টি হবে ১৭ মে।