বৃষ্টির মধ্যেও জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের ব্যবস্থা: তাপস

সংগৃহীত ছবি

বৃষ্টির মধ্যেও জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের ব্যবস্থা: তাপস

ঈদের দিন বৈরী আবহাওয়ার আশঙ্কা রয়েছে জানিয়ে ঢাকা দিক্ষণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘বৃষ্টিতেও জাতীয় ঈদগাহে নির্বিঘ্নে নামাজ আদায়ের সুব্যবস্থা রয়েছে। কয়েক লাখ মুসল্লির সমাগম উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ’

মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া শহরতলীর এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানা-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহম্মেদ।

তাপস জানান, ঈদের দিন দুপুর থেকে বর্জ্য ব্যবস্থাপনা শুরু করা হবে। ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য নিষ্কাশন করা হবে। পয়নিষ্কাসনের সুবিধার্থে ঈদের দ্বিতীয় দিনের মধ্যে পশু কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান তাপস।

পবিত্র ঈদুল আজহার একদিন বাকি থাকতেই জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র।

 

এই ঈদগাহে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। এবার এ ঈদগাহে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক