বিএসএমএমইউতে সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন 

বিএসএমএমইউতে সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন 

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনী করা হয়েছে। বুধবার (৫ জুলাই) সকালে হাসপাতালটির উদ্বোধন করা হয়।  

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক।  তিনি জানান,  সারাদেশে ডেঙ্গু বেড়েছে।

প্রতিদিন কয়েকশো রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।  

স্বাস্থ্যমন্ত্রী অনুষ্ঠানে বলেন, যাদের মধ্যে ডেঙ্গুর লক্ষণ দেখা যাবে, দ্রুত তারা যেন চিকিৎসা নেন। তাহলে মৃত্যুহার কমে আসবে।

তিনি বলেন, দেশে এমন একটি হাসপাতাল হোক যা বিশ্বমানের।

যেটাকে নিয়ে গর্ব করা যায়। যাতে মানুষ দেশের বাইরে না যাই দেশেই সব চিকিৎসা করাতে পারে সুলভমূল্যে। কোটি অপারেশনে মধ্যে একটা ভুল হলে সেটি সবার সামনে তুলে ধরা হয়। কিন্তু ভালো কাজগুলো তুলে ধরা হয় না।

news24bd.tv/আইএএম