বিষাক্ত ফেনায় ছেয়ে গেছে তিয়েতে নদী, আতঙ্কে স্থানীয়রা

সংগৃহীত ছবি

বিষাক্ত ফেনায় ছেয়ে গেছে তিয়েতে নদী, আতঙ্কে স্থানীয়রা

অনলাইন ডেস্ক

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তিয়েতে নদীতে বিষাক্ত ফেনা ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়েছে। এরই মধ্যে অসুস্থ হতে শুরু করেছেন নদীতীরের বাসিন্দারা।

সাও পাওলো শহরের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ এই তিয়েতি নদী।

দেশটির ৩৯টি শহরের সাথে এর সংযোগ রয়েছে। তবে নিয়মিত কারখানার রাসায়নিক, আবর্জনা ও পয়োবর্জ্য সরাসরি এই পানিতে পড়ায় দূষণের মাত্রা বেড়েছে বহুগুণে। এর ফলে এক কিলোমিটারের চেয়েও দীর্ঘ এলাকাজুড়ে ছড়িয়েছে দূষণ, যা ক্রমশ বাড়ছে। একই সাথে নদীর পানিতে অক্সিজেনের মাত্রাও কমছে।

এদিকে, দূষণের কারণে ভয়াবহ দুর্গন্ধ ও অস্বস্তিকর পরিবেশে অসুস্থ হয়ে পড়ছেন নদী তীরের বাসিন্দারা। এর ফলে হুমকির মুখে জলজ ও মৎস্য সম্পদও।

পরিবেশবিদদের অভিযোগ, নদী রক্ষায় ব্যর্থ সরকার। সাড়ে ১১০০ কিলোমিটার দীর্ঘ খরস্রোতা নদীটিতে রয়েছে দেশের অন্যতম জলবিদ্যুৎ প্রকল্প। এক প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ সালে নদীটির ৮৫ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়েছিল দূষণ। যা গত বছর বেড়েছে ৪০ শতাংশ।

News24bd.tv/aa