বাগদান শেষে মদ্যপান, পরে কনের মৃত্যু

সংগৃহীত ছবি

বাগদান শেষে মদ্যপান, পরে কনের মৃত্যু

অনলাইন ডেস্ক

দুজনের ইচ্ছে ছিল ভালোবাসার পরিণয়কে ভিন্নভাবে উৎযাপন করবেন। পাহাড়ের চূড়ায় সরবেন বাগদান। সেই অনুযায়ী আয়োজনের সব প্রস্তুতি নিয়েছেন। বর কনের সাজে সজ্জিত হয়ে চূড়ায় বাগদানের যাবতীয় জিনিস-পত্র নিয়ে যথারীতি উপস্থিত হন তারা।

কনের আঙুলে আংটি পরিয়ে দেন প্রেমিক। এরপর সূর্যাস্তের দৃশ্য দেখতে দেখতে খানিকটা মদ পান করেন নবদম্পতি। এ সময় চোখের পলকে ভারসাম্য হারিয়ে খাদে পড়ে যান কনে। গুরুতর আহত হয়ে করুণ মৃত্যু হয় ইয়াসমিন দেমিরের।
 

ঘটনাটি ঘটেছে গত ৬ জুলাই তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের পেলেন্টে ক্যাপ পাহাড়ি এলাকায়। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম এনডিটিভি।  

শোকে স্তব্ধ স্বামী নিজামেত্তিন গুরসু স্থানীয় সাংবাদিকদের জানান, তাদের দুজনের ইচ্ছা ছিল ভিন্ন আঙ্গিকে বাগদান  সারা। সেই অনুযায়ী এমন পরিকল্পনা। পুরো বাগদানকে রোমান্টিকতায় ভরে রাখতে চেয়েছিলাম। আমরা দুজনে খানিকটা মদ পান করেছিলাম। এরইমধ্যে হঠাৎ ইয়াসমিন ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়।  

দেমিরের বন্ধু জানিয়েছেন, সূর্যাস্ত দেখার জন্যে এই পাহাড়টি অনেক জনপ্রিয়তা পেয়েছে। চূড়ায় ওঠার রাস্তায় কোন নিরাপত্তা বেষ্টনী নেই সেই সঙ্গে চূড়াতেও। চূড়াতে অন্তত একটি বেষ্টনী দেয়া খুবই জরুরি হয়ে পড়েছে।

News24bd.tv/AA