ইস্টবেঙ্গলের সঙ্গে নাটকীয় ড্র বাংলাদেশ সেনাবাহিনীর

সংগৃহীত ছবি

ইস্টবেঙ্গলের সঙ্গে নাটকীয় ড্র বাংলাদেশ সেনাবাহিনীর

অনলাইন ডেস্ক

ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মোহনবাগানের কাছে রীতিমতো উড়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী। হারে ৫-০ গোলের বড় ব্যবধানে। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সেনাবাহিনী।

আজ রোববার কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের সঙ্গে হারের মুখ থেকে ফিরে এসে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

ম্যাচে ৩৪ মিনিটে পেনাল্টি গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। বিরতির বাঁশির কয়েক সেকেন্ড আগে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক দল। দুই গোলে পিছিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা বাংলাদেশের দলটি আরেকটি বড় হারের শঙ্কার মধ্যেই ছিল।

বাংলাদেশ সেনাবাহিনী নাটকীয়ভাবে ম্যাচে সমতা আনে শেষ সময়ের দুই গোলে।

৮৮ মিনিটে গোল করে ব্যবধান কমান শাহরিয়ার ইমন। ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে ম্যাচে সমতা আনেন বাংলাদেশ সেনাবাহিনীর মেরাজ প্রধান।

দুই ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর পয়েন্ট ১। ১০ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিপক্ষ পাঞ্জাব ফুটবল ক্লাব।

news24bd.tv/SHS