নিম্নমুখী চিনির দাম 

প্রতীকী ছবি

নিম্নমুখী চিনির দাম 

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক বাজারে গত কিছুদিন ধরে হু হু করে বাড়ছিল চিনির দাম। অবশেষে খাদ্যপণ্যটির দর নিম্নমুখী হলো। শুক্রবার (৮ সেপ্টেম্বর) ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জে চিনির সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, এশিয়ায় আবহাওয়ার উন্নতি হয়েছে। ফলে এই অঞ্চলের কয়েক দেশে চিনির উৎপাদন বাড়তে পারে।

এমনটি হলে বিশ্ববাজারে সরববরাহ বৃদ্ধি পাবে। এই প্রত্যাশায় ভোগ্যপণ্যটির দরপতন ঘটেছে।

 

এদিন ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) আগামী অক্টোবরের অপরিশোধিত চিনির দর কমেছে ১ দশমিক ৪ শতাংশ বা শূন্য দশমিক ৩৭ শতাংশ। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২৬ দশমিক ৩১ সেন্টে।

এর আগে যা ছিল ২৭ দশমিক ১০ সেন্ট। বিগত ৪ মাসের মধ্যে তা ছিল সর্বোচ্চ। সবমিলিয়ে চলতি গত সপ্তাহে বেঞ্চমার্কটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে ১ দশমিক ৯ শতাংশ।

একই কর্মদিবসে আসছে অক্টোবরের সাদা চিনির দামও কমেছে শূন্য দশমিক ৯ শতাংশ বা ৬ ডলার ৫০ সেন্ট। প্রতি মেট্রিক টনের দর নিষ্পত্তি হয়েছে ৭২৬ ডলার ৮০ সেন্টে।

এর আগে যা ছিল ৭৫৩ ডলার ১০ সেন্ট। গত ১২ বছরের মধ্যে তা সবচেয়ে বেশি।

news24bd.tv/AA