আবেদনের পরদিনই মিলবে ভারতীয় মেডিকেল ভিসা

সংগৃহীত ছবি

আবেদনের পরদিনই মিলবে ভারতীয় মেডিকেল ভিসা

অনলাইন ডেস্ক

রাজশাহী অঞ্চলের রোগীরা আবেদনের পরদিন ভারতীয় মেডিকেল ভিসা পেয়ে যাবেন। আগামী রোববার (১৫ অক্টোবর) থেকে এ প্রক্রিয়া চালু হবে। রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার এ তথ্য জানান। তিনি বলেন, ভারতীয় ভিসা দপ্তরে কাগজপত্র পৌঁছানোর পরের কার্যদিবসেই রোগী ও তার স্বজনদের মেডিকেল ভিসা দেওয়া হবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজশাহীতে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

মনোজ কুমার বলেন, আমি এই সুন্দর শহরে সহযোগিতামূলক এবং দুর্দান্ত মানুষদের মধ্যে এক বছর পূর্ণ করেছি। আমি আমার সীমিত সামর্থ্যের মধ্যে মানবতার সেবা করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আগামী রোববার থেকে যাদের আবেদনপত্র আমার দপ্তরে পৌঁছাবে, যাচাইবাছাই শেষে তারা পরের কার্যদিবসে ভিসা পাবে।

একই প্রক্রিয়ায় আগামী সপ্তাহ থেকে ট্যুরিস্ট ভিসাও এক কার্যদিবসে প্রদান করা হবে।

এতে রোগীরা উপকৃত হবেন জানিয়ে মনোজ কুমার বলেন, আমরা দ্রুত ভিসা দেওয়ার চেষ্টা করছি। সবার উচিত হবে বৈধ কাগজপত্র দিয়ে সঠিকভাবে আবেদন করা। এক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম কিংবা জালিয়াতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

news24bd.tv/আইএএম